শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

হাসান মোহাম্মদ জাফরুল এর কবিতা ‘অণু’




অণু
হাসান মোহাম্মদ জাফরুল

 

দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আমি,
“অণু তোমার বারান্দার লাল গোলাপের সুবাস
আমাদের মধ্য ব্যবধান ভেদ করে,
আমার হৃদয় গভীরের প্রেমকে আঁচ দিয়ে যায়।”
আচ্ছা অণু, আমার টবের ঘ্রাণ বিহীন অর্কিড
কখনও কী তোমায় প্রেম নিবেদন করেছে?
তুমি কী জানো,
সকালের রোদে তোমার চুল শুকনোর দৃশ্য
আমার পৃথিবীর সবচেয়ে অপূর্ব সকাল।
বিকেলে তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকতে
কখনও তোমার হাতে বই ছিলো, কখনও বা কফির কাপ বা কখনও গোলাপি রংঙের চাদর,
আচ্ছা তুমিতো চোখ ঘুরিয়ে, আড়চোখে আমার দিকে তাকাতে,
মৃদু হেসে আবার চোখ ফিরিয়ে নিতে।
এ চোখে কখনও কী প্রেম ছিলো, ভালবাসা ছিলো?
তুমি বলেছিলে গ্লাস ভেদ করে আসা সূর্যের আলো তোমার খুব প্রিয়,
আর আমি বলেছিলাম তোমার চোখে চোখ রেখে কথা বলা আমার খুব প্রিয়।
আমাদের প্রিয় জিনিসের মিল ছিলো না
কিন্তুু তুমি আমার প্রিয় ছিলেঃ তুমি কী তা জানো?

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: