বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে বাস্তবে রূপ পাচ্ছে স্থায়ী শহীদ মিনার




শাহ সুহেল আহমদ:

দীর্ঘদিনের চেষ্টার পর ফ্রান্সে বাস্তবে রূপ পেতে যাচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার। রাজধানী প্যারিস থেকে প্রায় ৭শ’ কিলোমিটার দূরের শহর তুলুজ-এ শহীদ মিনার নির্মাণের জন্য ইতোমধ্যে জমি বরাদ্ধ দিয়েছে স্থানীয় পৌরসভা। আর এতেই নড়েচড়ে বসেছেন প্রবাসী বাংলাদেশীরা।

বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন, তুলুজের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব ফকরুল আকম সেলিম জানান- দীর্ঘ প্রায় ১০ বছর চেষ্টার পর মেরি থেকে আমরা জায়গা বরাদ্দ পেতে সক্ষম হলাম। তার তথ্য মতে, পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করতে প্রাথমিকভাবে ৪০ হাজার ইউরো (প্রায় ৪০ লাখ টাকা) বাজেট নির্ধারণ করা হয়েছে। এই পুরো অর্থই কমিউটিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগান দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামি সেপ্টেম্বরের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ মিনারের জন্য মেরি (পৌরসভা) থেকে জমি বরাদ্দ দেয়া হয়েছে ১২ মিটার। মূল শহীদ মিনারের নকশায় রয়েছে প্রস্থ ৬ মিটার ও উচ্চতা ৩ মিটার।

ফকরুল আকম সেলিম আরও জানান, ২০১০ সালের শুরুর দিকে তৎকালীন ডেপুটি মেয়রের সাথে শহীদ মিনার নির্মাণ বিষয়ে বিস্তর আলাপ হয়। পরবর্তিতে ২০১২ সালে মেয়র পিআর কোয়েনের সাথে বৈঠক করে শহীদ মিনার নির্মাণের বিষয়টি আবারও আলোচনা করেন তিনি। কিন্তু এ আলোচনা প্রাথমিক পর্যায়েই থেকে যায়।

পরবতির্তে জন লুক মোডেন মেয়র নির্বাচিত হলে তিনি আবারও যোগাযোগ বৃদ্ধি করেন। কনসাই মিউনিসিপ্যালের ৬২ জন সদস্যের সামনে শহীদ মিনার নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। জন লুক মোডেন দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলে আলোচনাটি আরো জোরদার হয় এবং সর্বশেষ গত ১১ মার্চ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। কিন্তু করোনাকালীন সংকটের কারণে বাঙালি কমিউনিটির কাছে সে চিঠিটি হাতে আসে মাত্র কয়েকদিন আগে।

মেরির এমন সিদ্ধান্তের পর বাঙালি কমিউনিটির মধ্যে খুশির রেখা বইছে। পরিকল্পনা নির্ধারণে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন, তুলুজ বিশেষ সভার আয়োজন করেছে।

উল্লেখ্য, ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য এর আগে আরও বহুবার চেষ্টা করা হয়। ২০১৩ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ফ্রান্সে এসে একটি শহীদ মিনারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। কিন্তু শেষ অবদি কোনোটিই পূর্ণাঙ্গ রূপ পায় নি।

এদিকে রাজধানী প্যারিসেও স্থায়ী শহীদ মিনার নির্মাণের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ফ্রাঙ্কো বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সভাপতি সোহেল ইবনে হোসাইন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: