বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন এর কবিতা ‘সুখানন্দে ঝাঁপাও’




সুখানন্দে ঝাঁপাও

থেমে কেনো? সামনে আগাও
সামনে যা পাও
দুমড়ে চলো, মুচড়ে চলো
বেঁচে থাকার সুখ বুঝে নাও
বেঁচে থাকার সুখ খুঁজে নাও।

থেমে কেনো? এগিয়ে চলো
জীবনটাকে রাঙিয়ে তুলো
আকাশ পাতাল ভেদ করে যাও
বেঁচে থাকার সুখ খুঁজে নাও
বেঁচে থাকার সুখ বুঝে নাও।

থেমে থাকা মানেই অচল
নিজকে নিজেই করে সচল
বদলে যাওয়া দেহটাকে
সুখানন্দে কেবল কাঁপাও
বেঁচে থাকার আনন্দে তাই
কেবল সুখানন্দে ঝাঁপাও।

প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: