বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস নিয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাস যে ত্রাণ সহায়তা কমিটি গঠন করেছে, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির সদস্য ও ফ্রান্সের আওয়ামী লীগের নেতারা। একইসঙ্গে এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।
ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ ত্রাণ কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘প্যারিসের বাংলাদেশ দূতাবাস করোনা ভাইরাস পরিপ্রেক্ষিতে ত্রাণ সহায়তা কমিটি গঠন করা হয়েছে। এ দুর্যোগ মোকাবিলায় সহায়তার জন্য দেওয়া ২০ লাখ টাকা অনুদান ফ্রান্সে অবস্থানরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিতরণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস থেকে বিএনপি ও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তির সমন্বয়ে গঠিত এ কমিটি আমি নাজিম উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ফ্রান্স আওয়ামী লীগ সজ্ঞানে প্রত্যাখ্যান করছি।’
‘আশা রাখি রাষ্ট্রদূত এবং ফ্রান্সে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবেন। শেখ হাসিনার ত্রাণ তহবিলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা দেবেন।’
একই কথা বলে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল ফ্রান্স প্রবাসীদের সহায়তার জন্য ‘কোভিড-১৯ ত্রাণ সহায়তা সমন্বয় কমিটি’ নামে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।