রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

কয়েক ঘন্টার ব্যবধানে ফ্রান্সে এবার ৩ বাংলাদেশির উপর আফ্রিকান-আফগানদের সম্মিলিত হামলা




ইমন শরীফঃ

ফ্রান্সের সেরজিতে আফ্রিকানদের হাতে এক বাংলাদেশি খুন হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় এবার রাজধানী প্যারিসে ৩ বাংলাদেশীর উপর হামলা চালিয়েছে আফ্রিকানরা। তবে এ হামলায় আফ্রিকানদের সাথে আফগানিরাও ছিল। রোববার সকালে এ ঘটনা ঘটে।

প্যারিসের গার্দনদে আফগানি ও কালো আফ্রিকান ছিনতাইকারীদের সম্মিলিত হামলায় ফ্রান্সপ্রবাসী ৩জন বাংলাদেশি আহত হয়েছেন।

জানা যায়, সকাল ৭টায় গার্দনদ দিয়ে কর্মস্থলে যাওয়ার সময় আফগানি ও কালো আফ্রিকান কিছু পেশাদার ছিনতাইকারী ফ্রান্সপ্রবাসী ৩জন বাংলাদেশিকে পথ আটকে মোবাইল ও টাকা ছিনতাই করতে চাইলে বাংলাদেশিরা প্রতিরোধের চেষ্টা করে।
এতে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধলে মারাত্মকভাবে আহত হন সিলেট সদর উপজেলার সুহেল আহমদ, মৌলভী বাজার সদর উপজেলার মামুন আহমদ ও শ্রীমঙ্গল উপজেলার জাকির আহমদ। এর মধ্যে সুহেল আহমদের অবস্থা আশংকাজনক।
পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে গার্দনদের পাশের হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে রিপাবলিক পুলিশ স্টেশনে নিয়ে তাদের অভিযোগ শুনে তা আমলে নিয়ে মামলা ডাইরিভুক্ত করে।
শেষখবর পাওয়া পর্যন্ত দুইজন আফগানিকে আটক করেছে পুলিশ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: