ভারী বৃষ্টিপাতে সৃষ্ঠ আকস্মিক বন্যায় ইউরোপের দেশ গ্রিসে নিহত পাঁচ, নিখোঁজ আরও দুই জন। বন্যায় বিপর্যস্ত উত্তর গ্রিস, ইউবোয়া দ্বীপ ও মধ্য গ্রিসের বিভিন্ন শহর।
বিশেষ করে পাঁচদিনব্যাপী টানা বর্ষণে প্লাবিত হয় উত্তর গ্রিসের বেশ কিছু শহর। নিহত পাঁচজনের মধ্যে দু’জন ৮০ বছর বয়সী বৃদ্ধ ও একজন আট মাস বয়সী শিশু। তারা সবাই নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে প্রাণ হারান।
রোববার উদ্ধার অভিযানে নেমেছে দমকলবাহিনী। বাড়ি এবং গাড়িতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও নৌকা। কাজ করছেন শতাধিক দমকল কর্মী। বন্যা কবলিতদের জন্য জরুরী ভিত্তিতে দেড় লাখ ইউরো বরাদ্দ দিয়েছে দেশটির সরকার।