বিগ ম্যাচে গেল আসরের ফাইনালিস্ট নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। নিকোলাস বারেলা ইতালির হয়ে জয়সূচক গোলটি করেন।
ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ভালো শুরু পেয়েছিলো ডাচরা। কিন্তু ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বিস্তার করে ইতালি। ম্যাচের বল পজিশন থেকে শুরু করেও আক্রমণের সুযোগ তৈরির লড়াইয়েও এগিয়ে যায় মানচিনি শীষ্যরা।
প্রথমার্ধের ইনজুরি সময়ে লিড নেয় ইতালি। দুর্দান্ত হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার নিকোলাস বারেলা। নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও এই জয়ে নেশন্স লিগের “এ” ক্যাটাগরির এক নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে ইতালি।