সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি নাটক। গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটির এরই মধ্যে ভিউ দাঁড়িয়েছে ৩৩ লাখের বেশি। এই নাটকে ব্যবহৃত হয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানও। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখের বেশি। গান ও নাটক দুটিই এখন ট্রেন্ডিংয়।
এদিকে ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টেও সেরার তালিকায় উঠে এসেছে ‘বাবু খাইছো’। মূলত নাটকটির শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দিয়েছে। গানটি গেয়েছেন মীর মারুফ। তিনি ডিজে মারুফ নামে অধিক পরিচিত। ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে গানটির অবস্থান এখন নবম।