নিজস্ব প্রতিবেদকঃ
গত রবিবার ফ্রান্স প্যারিস এক অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স এর উদ্দ্যেগে ও
প্যারিস নগর আওয়ামীলীগ, জাতীয় শ্রমিকলীগ ফ্রান্স, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স, বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ ফ্রান্স, সূর্যালোগ সাহিত্য পরিষদ ফ্রান্স সহ ৫ টি সংগঠনের এর সার্বিক সহযোগিতায়, আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মরহুম মহসিন খান লিটন, সহ সভাপতি মরহুম জসিম উদ্দিন ফারুক এর স্মরণে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে ৷
সংগঠনের সহ সভাপতি সুনাম উদ্দিন খালিক এর সভাপতিত্বে ,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাজ ও আজিজুর রহমান আজিজ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তসলিম হেলাল ৷ প্রধান বক্তা ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি জনাব শাহাজান শাহী , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মো: জহিরুল হক,ও মোনাই মিয়া , সহ সভাপতি মো: শাহজাহান শাহি: ও নুরুল আবেদিন, এ ছাড়া আরো স্মরণী বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ সভাপতি অদির সুত্রধর, ও বাংলাদেশ মুক্তিযুদ্ধালীগ ফ্রান্স মাহবুবুল হক কয়েছ ৷ সফি আহমেদ, বকতিয়ার হোসেন, আকিল ইব্রাহিম, শহিদ মিয়া , মো: হারুনুর রশীদ ৷ আলফু মিয়া ৷ সহ প্রমূখ
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হারুনুর রশীদ ৷ দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা হাবিবুর রহমান দেশ নেত্রীর শেখ হাসিনা ও শেখ রেহানা সহ দেশ ও প্রবাসের রোগমুক্তি কামনায় ও বঙ্গবন্ধু সহ সকল শহীদের ও মৃতদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ৷