আলু ভর্তা নিয়ে শুরু হওয়া লড়াইয়ের জেরে দুই নারী কয়েদিকে বিপুল অংকের অর্থ জরিমানা করা হয়েছে। জার্মানির একটি কারাগারে এই মারধরের ঘটনা ঘটে বলে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’র বরাত দিয়ে হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর অগসবার্গের একটি কারাগারে একই সেলে বন্দি দুই নারী কয়েদি প্রথমে পরস্পরকে প্লেট থেকে নিয়ে আলু ভর্তা ছুঁড়ে মারেন। এর পর এক কয়েদি পুরো আলু ভর্তার প্লেটটিই অপরজনের দিকে ছুঁড়ে দেন। অন্যজনও বসে ছিলেন না। তিনিও একই কাজ করেন।
বিষয়টি খুব শিগগিরই হাতাহাতিতে রূপ নেয়। আহত হন দুই কয়েদিই।
অগসবার্গের একটি আদালত কয়েদিদের একজনকে ২৭শ ইউরো এবং আরেকজনকে ১৮শ ইউরো জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জরিমানা দিয়ে ব্যর্থ হলে তাদের একজনকে ১৮০ দিন ও অন্যজনকে ১২০ দিন বাড়তি কারাভোগ করতে হবে বলে আদালত জানিয়েছেন।