নিজস্ব প্রতিবেদক :
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির স্বাধীনতা ও রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়।
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারিসের উপকণ্ঠ পন্থার একটি হলে ইপিএস কমিউনিটি ফ্রান্সের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশের শক্তি হলো বাঙালির ভাষা ও সংস্কৃতির অপরিমেয় বোধের শক্তি। ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়।
অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন ইব্রাহিম( নীল মানুষ) ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব খান, সঞ্চালন করেন সংগঠনের সহ- সভাপতি জুয়েল ডি আর লেলিন।
সভায় বক্তব্য রাখেন ফ্রান্সকৃতির সভাপতি জেরেমি ও ফ্রান্সকৃতির সেক্রেটারি জসিম, CGT musée du louvre এর সভাপতি লুই জর্জ, বিশিষ্ট ব্যবসায়ী কাওসার আহম্মেদ, মতামতের সাংবাদিক মারুফ চৌধুরী অমিত, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, সাংবাদিক নাজমুল কবির, রুগ্রুমো ফেমিলিয়াল বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের এডমিন কাউসার আহাম্মেদ, এন এস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম সাবেক প্রভাষক, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, খালেদ মাহমুদ, কাইয়ুম ইমরান, শুভ মৎসুদ্দি, ফারজানা এনি, আফরিন, শিশির রুবেল, মোহাম্মদ আরমান, বোরহান চৌধুরী,জাফর খান, রানা, মোহাম্মদ ফয়সাল করিম, পাবেল, মনি, পিন্টু, সাস্মিন, ইশা খান, সাব্রি, মান্নান শরিফ,এ আর বাপ্পি, আব্দুল্লাহ আল নোমান, পারভেজ ইসলাম ও মন্ডিয়াল ট্রাভেলের চেয়ারম্যান ইব্রাহিম হাসান প্রমুখ।
সমাপনী বক্তব্যে ইপিএস কমিউনিটির সভাপতি এলান খান চৌধুরী আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।