ফ্রান্স প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে কবি নজরুল ইনস্টিটিউট ঢাকা কর্তৃক ‘’কবি নজরুল সেন্টার’’ফ্রান্স অনুমোদন দিয়েছেন।
কবি ও ঔপন্যাসিক জাতীয় নজরুল ইনস্টিটউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী স্বাক্ষরিত ফ্রান্সের আহবায়ক কমিটিতে স্থান পেয়েছেন সাংবাদিক তাজ উদ্দীন আহবায়ক ও কবি সোহেল আহমদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১১ সদস্যের আহবায়ক কমিটির অন্যান্যরা হচ্ছেন যুগ্ম আহবায়ক- সৈয়দ মঞ্জুরুল কাদির (ফরাসী শিক্ষক), সদস্য – নজমুল হক (মানবাধিকার কর্মী), হুমায়ুন কবির তারেক, রুজি বেগম, জাইমা নাহিয়ান খন্দকার, ময়নুল হক, ফয়েজ আহমদ, তুহিন হাওলাদার, মিজান আলম।
প্রেম, সাম্য ও দ্রোহের কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে শিল্প সাহিত্যের আতুরঘর প্যারিসে স্হায়ী কবি নজরুল সেন্টার গড়ে তোলার মাধ্যমে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে এবং বিদেশীদের মধ্যে নজরুলের চিন্তা চেতনাকে তুলে ধরা হবে এই সংগঠনের প্রধান লক্ষ্য।
এতে সকলের সহযোগিতা কামনা করেছেন ফ্রান্স আহবান কমিটি।