নিজস্ব প্রতিবেদক:
প্রবাসে বড় হয়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের প্রতি আগ্রহি করে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন- প্রবাসে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রতিষ্ঠিত হচ্ছে। তারা যেনো দেশের জন্য, জাতির জন্য কাজ করতে পারে।
একটানা ৬ষ্ঠ বারের মত প্যারিসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। টিভি উপস্থাপক জহিরুল রানা ও তানিয়া রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএফ সভাপতি এমডি নূর ।
বাংলাদেশ দূতাবাস ফ্রান্স এর মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন ।
বর্ণাঢ্য আয়োজনে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে প্যারিসের একটি অভিজাত হলে বাক, লিসন্স, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে মোট ২১ জন নিবন্ধিত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য হাসনাত জেহান (লাইফটাইম এচিভমেন্ট),আরিফ রানা-কুমকুম সৈয়দা (সংস্কৃতি), মিয়া মাসুদ(উদ্যোক্তা), আরশী বড়ুয়া(উদীয়মান বেহালা বাদক), মোজাম্মেল হোসেন (বিসিএফ সেরা কর্মী) ও জহিরুল রানা (সেরা উপস্থাপক) কে ক্রেস্ট প্রদান এবং সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী এবং সোমা দাস এবং কোরিওগ্রাফার জিএম শরীফুল ইসলামের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন অমৃতা রায়, ছায়া দাস, মল্লিকা রানী বোস এবং প্রিয়তা বড়ুয়া।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলো ফ্রান্সে বেড়ে ওঠা ক্ষুদে শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রতিযোগিতা।