মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

বইমেলায় কবি বদরুজ্জামান জামানে’র নতুন কাব্যগ্রন্থ ‘মুক্তির সংগ্রামে দাড়াও’




ডেস্ক নিউজ:

অমর একুশ বইমেলা ২০২৫ এ প্রকাশ হয়েছে ফ্রান্স প্রবাসী কবি বদরুজ্জামান জামানে’র নতুন কাব্যগ্রন্থ “মুক্তির সংগ্রামে দাড়াও”।
গ্রন্থটি প্রকাশ হয়েছে বুনন প্রকাশন থেকে। পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলা বুনন প্রকাশন ৩৬৫ নম্বর স্টলে এবং সিলেট বইমেলাসহ দেশের বিভিন্ন লাইব্রেরীতে।
বইটির প্রচ্ছেদ করেছেন- শফিক মামুন।মূল্য ২০০ টাকা। এটি বদরুজ্জামান জামানের অষ্টম গ্রন্থ। “মুক্তির সংগ্রামে দাড়াও” চার ফর্মার এই গ্রন্থে মোট ৫৬ টি কবিতা স্থান পেয়েছে।

কবি বদরুজ্জামান জামানের কবিতার নিজস্ব একটা স্টাইল আছে। ভাব, ভাষা ছন্দ ও উপমা ব্যবহারে তিনি খুবই সচেতন।
প্রবাস জীবনের ব্যস্ততা স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ও ব্যাকুলতা তিনি হৃদয়ে ধারণ করেন। স্বদেশ প্রীতির কারণে দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে
কবির কলম গর্জে উঠেন। বিশেষ করে দেশের রাজনৈতিক অস্থিরতা কবিকে প্রবাসে অস্থির করে তুলে প্রতিবাদী হয়ে উঠেন কলম হাতে।
গত জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের নির্মম গণহত্যাযজ্ঞের বিরুদ্ধে কবি কলম হাতে কবিতার অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে ছাত্রদের যৌক্তিক দাবির বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ও তার দল যখন আক্রমাত্মক হয়ে প্রকাশ্যে গণহত্যাযজ্ঞে মেতে উঠে
কবি কলম হাতে ঝাঁপিয়ে পড়েন। বিপ্লবী ও প্রতিবাদী কবিতা লিখেন এর বিরুদ্ধে । ছাত্রদের উৎসাহ ব্যাঞ্জক অসংখ্য কবিতা লিখেন।
কবিতাগুলো প্রকাশ হয় অনলাইন প্রিন্টসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাছাড়াও বিপ্লব পরবর্তী রাজনৈতিক অস্থিরতা,
প্রতিবিপ্লবের চেষ্টার বিরুদ্ধেও কবি সোচ্চার ছিলেন কলম হাতে। কবি তার কবিতায় আশা ব্যক্ত করেন এভাবে-
“অচিরেই এই সন্ধিক্ষণ কেটে যাবে
সূর্যোদয়ের সোনালী আভা পূর্বাকাশে
সূর্য উঠবেই পাখি ডাকবেই ।
কবি তার কবিতা দিয়ে রাঙাবে প্রভাত
আর সুর সঙ্গীতের মূর্ছনায় উদ্ভাসিত হবে মানুষ।”
এরকম ৫৬ টি কবিতার সমষ্টি “মুক্তির সংগ্রামে দাড়াও” গ্রন্থটি।

কবি বদরুজ্জামান জামান দীর্ঘদিন থেকে ফ্রান্সে বসবাস করছেন। প্রবাস জীবনের যান্ত্রিক ব্যস্ততার মধ্যেও স্বদেশ প্রীতি ও শিকড়ের টানে প্রতিনিয়ত লিখছেন। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে –
কাব্যগ্রন্থ- অশান্ত সমুদ্র পুষি (২০১৫), বোধের দরোজায় খিল (২০১৬), নানা রঙের ছড়া(২০১৭), জলরঙে আঁকা ছবি (২০১৮), জটের ক্রন্দনসুর (২০১৯), জেগে আছি রৌদ্রছায়ায়(২০২০), আদিম অরণ্যে মানুষের পৃথিবী (২০২১),
ছড়া গ্রন্থ- নানারঙের ছড়া (২০১৭)।
তাছাড়া তিনি সাহিত্যের ছোটোকাগজ “স্রোত” সম্পাদনা করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: