নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্স ক্রিকেটবোর্ডে সদস্য নির্বাচিত ৬ বাংলাদেশীকে সংবর্ধনা দিয়েছে শাহ গ্রুপ ও ফ্রাঙ্কো বাংলা কালচারাল এসোসিয়েশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস-১০এলাকার পৌর কমিশনার (কন্সাই দ্যু প্যারিস) সেলভিয়ান রাইফদ।
এ সময় তিনি ক্রিকেটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন- ক্রিকেটাররা যাতে নিয়মিত অনুশিলন করতে পারে, সেজন্য তিনি ক্রিকেট গ্রাউন্ডের ব্যবস্থা করে দিবেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন- জুবাইদ আহমেদ, ফাতেমা খাতুন, সুমন হক, লুসাই পার্বতী, রোজেলেন গোমেজ, সোনিয়া জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রাঙ্কো বাংলা কালচারাল এসোসিয়েশনের সভাপতি সুহেল ইবনে, আমাদের কথার সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান বাবু প্রমুখ।
অতিথির বক্তব্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম বলেন- ফ্রান্সের মূল ধারায় বাংলাদেশিদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। এজন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।