শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসে অনুষ্ঠিত হলো সাফ’র ষষ্ঠ বাণিজ্য মেলা




নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে পরিচিত সাফ (Solidarités Asie France – SAF) আয়োজিত ‘ঈদ বাজার ২০২৫’ অনুষ্ঠিত হলো প্যারিস শহরের কেন্দ্রস্থল রিপাবলিক চত্বরে। ষষ্ঠ বারের মতো আয়োজিত এই বাণিজ্য মেলাটি এবছরও প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মেলার উদ্বোধন করেন সাফ প্রেসিডেন্ট নয়ন এন কে, যিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। উল্লেখযোগ্যভাবে এবারের আয়োজনে উপস্থিত ছিলেন ফরাসি জাতীয় পরিষদের সদস্য (MP) Aurelien Taché, প্যারিসের ১৮তম ওয়ার্ডের কাউন্সিলর Anzoumane Sissoko সহ ফ্রান্সের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, যা মেলাকে দিয়েছে এক আন্তর্জাতিক মাত্রা।

সকাল ১০টা থেকে দর্শনার্থীদের আগমন শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই রিপাবলিক স্কয়ার পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে। মেলায় ছিল ৬৫টিরও বেশি স্টল, যেখানে প্রদর্শিত হয়েছিল দেশীয় পোশাক, হাতে তৈরি খাবার, স্বাস্থ্য ও পরিচর্যা পণ্যসহ নানা পণ্যের সমাহার। আচার, পিঠা, ভর্তা, এবং হস্তশিল্পে সমৃদ্ধ এসব স্টল ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মেলার অন্যতম আকর্ষণ ছিল এর সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক আয়োজন। বড়দের জন্য ছিল কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতা, আর শিশুদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন। প্রবাসজীবনের ক্লান্তি ভুলিয়ে মেলাটি যেন কিছুক্ষণের জন্য এনে দেয় দেশীয় উৎসবের আবহ। অনেক দর্শনার্থী মেলার অভিজ্ঞতা নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

দর্শনার্থী সেলিম ভূঁইয়া জানান, “প্রথমবারের মতো এই মেলায় অংশগ্রহণ করলাম। এত বাংলাদেশির উপস্থিতি দেখে মনে হলো যেন ঈদের আগে দেশেই আছি।” অন্যদিকে শিক্ষার্থী আয়মা নূর বলেন, “ব্যস্ত জীবনে এই আয়োজন যেন একটুখানি স্বস্তির নিশ্বাস।”

বিদেশি দর্শনার্থীরাও বাংলাদেশি ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতিতে মুগ্ধতা প্রকাশ করেন। তাঁরা দেশীয় রঙিন পোশাক, হস্তশিল্প ও খাবারের বৈচিত্র্য দেখে প্রশংসা করতে ভোলেননি।

মেলার আয়োজকেরা জানান, আগের বছরগুলোর তুলনায় এবারের মেলায় আরও নতুনত্ব ও পরিসরের বিস্তার ছিল লক্ষ্যণীয়। মেলার সফল পরিসমাপ্তি ঘটে সন্ধ্যা ৮টায় এক আনন্দঘন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে।

প্রবাসে বসবাসরত বাঙালিদের জন্য এই ধরনের মেলা শুধু কেনাকাটার স্থান নয়, বরং এটি হয়ে উঠছে এক বিশুদ্ধ সাংস্কৃতিক পুনর্মিলনের ক্ষেত্র, যেখানে আনন্দ, স্মৃতি আর দেশীয় আবেগ মিলেমিশে তৈরি করে এক অনন্য উৎসবের অনুভব।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: