বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

সিলেটে জুলাইয়ে আহতের তালিকায় ছাত্রলীগ নেতার নাম: তোলপাড়




অনুক্ত কামরুল :

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান কলেজ ছাত্রলীগের নেতা কবির আহমেদকে জুলাইয়ে আহত দেখিয়ে মন্ত্রণালয়ের নামের তালিকা পাঠিয়ে ছিলেন সাবেক ইউএনও আবিদা সুলতানা। অথচ এই কবির আহমেদ ১৫ জুলাই ২০২৪ তার নিজের ফেইসবুকে পোস্ট দিয়ে জুলাইয়ে ছাত্রন্দোলনকারীদের রাজাকার বলেছিলো। এ ঘটনায় সিলেটে তোলপাড় সৃষ্টি হয়েছে ।

বাংলা টেলিগ্রামের হাত আসা ডকুমেন্টস থেকে জানা যায়, ২৬ নভেম্বর ২০২৪ তৎকালীন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার ইস্যু করা স্বারকে কোম্পানিগঞ্জে জুলাইয়ে আহতদের তালিকায় প্রথম নামটি হচ্ছে এই কবির আহমদের। সে সাংবাদিক পরিচয়ে এই তালিকায় নিজের নাম তুলেছিলো। কবির আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে , সে সাংবাদিকতার নাম করে কোম্পানিগঞ্জ থানার তৎকালীন ওসি বদরুদ্দোজ্জামানের কাছে জুলাইয়ের আন্দোলনকারীদের তথ্য সরবরাহ করতো।

আন্দোলনকারীদের ছবি ও ভিডিও করতে গিয়ে এখন নিজেকে আহত জুলাই যোদ্ধা দাবি করছে সে। তার এই আহত যোদ্ধাদের তালিকায় নাম তোলানোর পেছনে কাজ করেছেন সিলেটের সিনিয়র একজন সাংবাদিক।

বর্তমানে সে দৈনিক কালেরকন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করছে। তার এই নিয়োগে রেফারেন্স হিসেবে কাজ করেছেন যমুনা টিভি সিলেট ব্যুরোপ্রধান মাহবুবুর রহমান রিপন।

কবির নিজেই ১০ সেপ্টেম্বর ২০২০ নিজের ফেইসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের আদর্শ ধারন করে বলে জানান।

কবিরকে জুলাইয়ে আহত তালিকায় নাম দেয়ার বিষয়ে কোম্পানিগঞ্জের বর্তমান ইউএনও আজিজুন্নাহার বাংলা টেলিগ্রামকে বলেন, ‘আমি এই উপজেলায় পদায়িত হওয়ার আগেই তালিকা পাঠানো হয়েছে। তবে এই তালিকা এখনো পর্যালোচনা পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত এখনো পেন্ডিং আছে’। উল্লেখ্য ইউএনও আজিজুন্নাহার গেল ১৪ জানুয়ারি যোগদান করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: