শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

সাদা পাথর রক্ষায় লন্ডনে গ্লোবাল জালালাবাদের সংবাদ সম্মেলন




ডেস্ক রিপোর্ট :

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর ও জাফলং পর্যটন এলাকা থেকে চলমান পাথর লুট বন্ধ এবং পর্যটনকেন্দ্র রক্ষার দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন।

গতকাল পূর্ব লন্ডনের ব্রিকলেনে সংগঠনটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ ও জাফলং থেকে কয়েকশ কোটি টাকার পাথর ও বালু লুট হয়েছে। একসময়ের সাদা পাথরে ভরা ভোলাগঞ্জ এখন ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। সাবল, কোদাল ও মেশিনের সাহায্যে ছোট ছোট গর্ত করে রাতদিন পাথর উত্তোলন চলছে। এতে পর্যটন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোলাগঞ্জের সাদা পাথর শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও পরিচিত একটি পর্যটন আকর্ষণ। ঝর্নার স্বচ্ছ জল ও সাদা পাথরের সৌন্দর্যে দেশ-বিদেশের পর্যটকরা মুগ্ধ হন। লন্ডন প্রবাসী তরুণ-তরুণীরাও দেশে গেলে এই এলাকায় ঘুরতে পছন্দ করেন। কিন্তু অবৈধ পাথর উত্তোলনের কারণে নদীর তলদেশে বড় গর্ত, ঘোলা পানি ও পাথরশূন্য প্রান্তরই এখন বাস্তবতা।

বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের আগে ভোলাগঞ্জের পাথর কোয়ারি আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে ছিল। সরকার পরিবর্তনের পরও লুটপাট বন্ধ হয়নি; বরং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোয়ারি চালুর পক্ষে অবস্থান নিয়েছেন। সরকার ইজারা বাতিল ও অভিযান চালালেও রাজনৈতিক চাপ, শ্রমিক সংগঠন ও স্থানীয় প্রভাবশালীদের কারণে প্রশাসনও পাথর উত্তোলনের পক্ষে গেছে।

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন মনে করে, রাজনৈতিক সমর্থন বন্ধ ও সামাজিক চাপ সৃষ্টি না হলে সরকারের পক্ষে একা সাদা পাথর রক্ষা সম্ভব নয়। তারা অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ, লুটেরাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, এবং পর্যটনকেন্দ্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সহ-সভাপতি অলি উদ্দিন শামিম, ট্রেজারার রফিক হায়দার, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দীপক, সাংগঠনিক সম্পাদক মিজানুল ইসলাম চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আব্বাসউজ্জ জামান ও সদস্য রেদওয়ান খান।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: