তুলুজ (ফ্রান্স) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি তুলুজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন আ.ন.ম. মহসিন রাজা ও রাসেল হক। সভায় প্রধান অতিথি ছিলেন মোতালিব মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফেরদৌস খান, আযম গাজী, রুমেল খান, মুরাদ হোসেন, ফরহাদ হোসেন, লিক্সন মিয়া, লিপু আহমদ ও আতাউর রহমান সুনেল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফতেখার মাহমুদ, ফয়সল আহমদ, ফকরুল ইসলাম, আমিরুল ইসলাম, টিপু আহমদ, খায়রুল ইসলাম, অলিউর রহমান, দিপু আহমদ, এমরান আহমদ, সাজ্জাদ, মেহেদি হাসান, আরিফ, সাকের তাফাদার, সফিক আহমদ ও জুয়েল আহমদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ ও প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।