নিজস্ব প্রতিবেদক:
“প্রবাসে হৃদয়, মাতৃভূমিতে দায়িত্ব” – এই স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হাফিজ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলী, কোষাধ্যক্ষ হয়েছেন ওয়াহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন অলিউর রহমান লায়েক।
১৭ আগষ্ট রোববার প্যারিসের একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য শাহনুর আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন মো:এনামুল হক ও অলিউর রহমান লায়েক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মিরহাব আলী।
উপস্থিত সদস্যদের পরামর্শ ও অনুমতিক্রমে উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য শাহনুর আলী আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
উপদেষ্টা পরিষদ, প্রধান নেতৃত্ব, বিভাগীয় সম্পাদক ও কার্যকরী সদস্য—এই চারটি ভাগে মোট ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুল আলী, সহ-সভাপতি লুৎফুর রহমান,বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক এনামুল হক ও টেপন মিয়া, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক, কোষাধ্যক্ষ ওয়াহিদ তালুকদার,প্রচার সম্পাদক ইউনুস আহমদ,সৈয়দ নাজির আলী,সারোয়ার সাজেক,রিপন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কমিটির সভাপতি হাফিজ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব প্রবাসীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করবে। কমিটির পক্ষ থেকে ঐক্য, সহযোগিতা ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।