শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

লন্ডনে সেবাদাতা প্রতিষ্ঠান বিলাত বাংলার যাত্রা শুরু




নিজস্ব প্রতিবেদক:

সেবাদাতা প্রতিষ্ঠান বিলাত বাংলা মানি ট্রান্সফার এন্ড ট্রাভেল এজেন্ট লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের রেডব্রিজ বারার ইলফৌর্ড লেইনে প্রতিষ্ঠানের যাত্রা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ পরিচালনা করেন হাফিজে কুরআন, মাওলানা লিয়াকত হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিলসাইড ট্রাভেলসের স্বত্বাধিকারী হেলাল খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, কবি ও স্থপতি মুহাম্মদ ইকবাল, বিশিষ্ট কণ্ঠশিল্পী রওশন আরা মণি, সিলেট সদর এসোসিয়েশন লন্ডনের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার খান, রুবেল আহম্মেদ, সমাজসেবী আমিনা বেগম, ড্রাইভিং ইন্সট্রাকটর তোফায়েল আহমেদ, এনএইচএস কর্মকর্তা আইয়ুব খান, টিচার এসিস্ট্যান্ট শারমিন চৌধুরী, সিম্পল সেটিংসের সাপোর্ট ওয়ার্কার হুসনে আরা, বিলাত বাংলার পৃষ্ঠপোষক খায়রুল হুসাইন, কফিল উদ্দিন, মনোয়ারা বেগম, ফাতিমা বেগম, আমিনা বেগম, পাপিয়া রহমান, নজমুল হক, ইহতিশাম গালিব, কিয়ান চৌধুরী, মাহফুজ চৌধুরী, মাহনূর সাফা, ইহসান আহমদ, আমিরা আহমদ, মিজান আহমদ, মায়া হাসান, নোয়াহ হাসান, ওমর আহমদসহ আরো অনেকে।

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেওয়া অতিথিরা বলেন, আমরা আশাবাদী বিলাত বাংলা অদূর ভবিষ্যতে কমিউনিটির একটি অন্যতম সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হবে। তারা এ প্রতিষ্ঠান পরিচালনায় নেপথ্যশক্তি হিশেবে পাশে থাকার, সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

পরিচালকের বক্তব্যে ফাহিমা নিপা উপস্থিত অতিথিদের সর্বাত্মক সহযোগিতা চান। তিনি আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইচ্ছে থাকা সত্ত্বেও যারা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তাদেরকে আগামীতে অফিস ভিজিটের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি ফায়সাল আইয়ূব।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: