শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

স্কাউটস-এর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ পেল মোয়াজ্জামা




নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল-ইন-স্কাউট গ্রুপের সদস্য মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আয়োজনে ২০২০–২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি স্কাউট মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের হাতে সম্মাননা সনদ প্রদান করেন এবং প্রেসিডেন্ট’স স্কাউট ব্যাজ পরিয়ে দেন। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদেরও সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ এবং উপ কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম। অতিথিবৃন্দ অর্জনকারীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। দীর্ঘ প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং বাধ্যতামূলক ১৬টি পারদর্শিতা ব্যাজ অর্জনসহ বিভিন্ন সামাজিক-সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের পর একজন সদস্য এ অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করে।

স্কাউটিং শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলির উন্নয়ন ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। হাতেকলমে শিক্ষা, ছোট-দল পদ্ধতি, ব্যাজ প্রাপ্তির মাধ্যমে স্বীকৃতি, মুক্তাঙ্গনে কাজ, স্কাউট আইন ও প্রতিজ্ঞা অনুসরণসহ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অনুশীলন এই কার্যক্রমকে সমৃদ্ধ করে।

আন্তর্জাতিকভাবে প্রচলিত SOS (Standard Orientation Selection) পদ্ধতির ভিত্তিতে বাংলাদেশ স্কাউটস মানসম্মত নির্বাচন প্রক্রিয়ায় প্রেসিডেন্ট’স স্কাউট বাছাই করে। এতে প্রার্থীর আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি, শৃঙ্খলা, আত্মমর্যাদা, সৎ সাহস, পরিচ্ছন্নতা, আচরণ ও সাবলীলভাবে উত্তর প্রদানের দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব ধাপ অতিক্রম করে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা অত্যন্ত গৌরবের।

মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের এই অর্জন তাঁর ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: