নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ সুরমার জালালপুরে শাহজালাল লতিফিয়া মডেল একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম, নবিন বরণ ও সংবর্ধনা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স ন্যাশনাল প্রেসক্লাবের সদস্য ও বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমদ।
একাডেমির প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহীনুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকার মিশিগান প্রবাসী তারেকুর রহমান, সেন্ট্রাল আমেরিকা প্রবাসী রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডলইস্টের সাধারণ সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল আহমদ, জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজির আলী, একাডেমি পরিচালনা কমিটির শাহজাহান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র সুজায়েল ইসলাম ছায়েম, ইসলামিক সংগীত পরিবেশন করেন তৃতীয় শ্রেণির ছাত্র তাসকিন হুসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব জাহিদ হাসান। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাক আহমদ জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক শাহ সুহেল আহমদ বলেন- আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শাহজালাল লতিফিয়া মডেল একাডেমি যেভাবে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান বলেন- আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু ভালো ফলাফল নয়, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই প্রকৃত শিক্ষা। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান একদিন জাতীয় পর্যায়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে- এই প্রত্যাশা রাখি।







