উত্তর ভূমধ্য সাগরে তুরস্ক ও গ্রীসের মুখোমুখি অবস্থান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যকে ‘দু-মুখো সাপ’ ও কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ বলে মন্তব্য করেছে তুরস্ক। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র।
মঙ্গলবার লিবিয়া-সিরিয়া ও উত্তর ভূমধ্য সাগর নিয়ে তুরস্কের সাথে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক বিষয়ক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ফ্রান্সে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ইসমাইল হাক্কি।
এসময় মুসা বলেন, উত্তর ভূমধ্য সাগর কেন্দ্রীক প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইনের কোন তোয়াক্কা না করেই তুরস্কের বিরুদ্ধে পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন ঐক্য ও ভ্রাতৃত্বের দোহাই দিয়ে এথেন্সের প্রতি পক্ষপাতিত্ব করছে। তুরস্ক ও গ্রীসের মধ্যকার সমস্যার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নাক না গলালেও চলবে মনে মন্তব্য করেন মুসা।
উত্তর ভূমধ্য সাগরে সম্প্রতি তুরস্কের পরিচালিত খনিজ তেল-গ্যাস অনুসন্ধানের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে গ্রীস। সেই সাথে তুরস্ককে ঠেকাতে ফ্রান্স ও ইতালীর সাথে যৌথ সামরিক মহড়াও আয়োজন করেছে দেশটি।