উৎসবে মেতেছি মানব জাতি
আবুল কালাম তালুকদার
চৈত্র খসড়ার মতো শুকনো হ্রদয়ে
বারবার দুঃখের আঁচড়
বসন্ত উৎসবের মতো নেই কোন উল্লাস ।
কীভাবে থাকবে বলো
প্রতিনিয়ত দেখতে হচ্ছে ধর্ষিত নারীর লাশ
যুদ্ধাহত স্বজনহারা শিশুর আর্তনাদ
বয়োজ্যেষ্ঠদের সাথে পশুত্বের মতো আচরণ
সম্পদশালী ছেলের বৃদ্বাশ্রমে থাকা
নিষ্পাপ বাবা-মার অসহায় আর্তনাদ ।
সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগরিষ্ঠদের
নির্দয় -অসহনীয় আচরণ
দূর্বলের প্রতি সুবলের নির্মম অত্যাচার
এ কোন উৎসবে মেতেছি মানব জাতি ।
গুরুদাসপুর, নাটোর ।