সোমবার, ৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে ট্রপিক্যাল কার্নিভালের রজতজয়ন্তী উদযাপন




সাইফুল ইসলাম (রনি), প্যারিস থেকে

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত রোববার অনুষ্ঠিত হয়েছে ‘প্যারিস ট্রপিক্যাল কার্নিভাল ২০২৫’-এর রজতজয়ন্তী উৎসব। শ্যঁজ-এলিজে চত্বরে আয়োজিত এ বর্ণিল আয়োজনে অংশ নেয় প্রায় ৪ হাজার নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী। বিশ্বের ১৫টি দেশের প্রতিনিধিত্বকারী এই কার্নিভালে অংশগ্রহণকারীদের সজ্জা, নৃত্য ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে শহরজুড়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব সাংস্কৃতিক পরিবেশ।

২০০১ সালে যাত্রা শুরু করা এই কার্নিভাল প্রতি বছরই আয়োজন করে প্যারিস সিটি কাউন্সিল এবং Carnaval Tropical Federation। এবারের থিম ছিল “Amazonies”—বিশ্বখ্যাত আমাজন রেইনফরেস্টের পরিবেশ, জীববৈচিত্র্য এবং আদিবাসী সংস্কৃতিকে ঘিরে সাজানো হয় মূল আয়োজন।

আয়োজনে অংশ নেয় গুয়াদেলুপ, মার্টিনিক, ফরাসি গয়ানা, হাইতি, ত্রিনিদাদ, ব্রাজিলসহ বিভিন্ন দেশের শিল্পীরা। রঙিন পোশাক, পালক, মুখোশ এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মাধ্যমে তুলে ধরা হয় ওইসব অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। শোভাযাত্রায় বাজে Gwo Ka, Steel Pan, Bèlè এবং Afro-Caribbean ঢোলের ছন্দ।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় Touloulou চরিত্রকে, যা ফরাসি গায়ানার কার্নিভাল ঐতিহ্যের অন্যতম প্রতীক। এ চরিত্রটিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা এ বছরকার কার্নিভালের একটি উল্লেখযোগ্য দিক ছিল।

দুপুর ১টায় Place de la Concorde থেকে শুরু হয়ে শোভাযাত্রা অগ্রসর হয় Avenue des Champs-Élysées ধরে George V পর্যন্ত এবং সেখান থেকে Winston Churchill Avenue হয়ে ফিরে এসে শেষ হয় মূল মঞ্চে আয়োজিত গ্র্যান্ড ফিনালে দিয়ে।

প্যারিস শহরের ট্রাফিক বিভাগ এদিন Champs-Élysées এলাকা সম্পূর্ণরূপে যান চলাচলের বাইরে ঘোষণা করে, যাতে দর্শকরা নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ৫০ হাজার দর্শক কার্নিভালটি সরাসরি উপভোগ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন বিদেশি পর্যটক।

Carnaval Tropical Federation–এর প্রধান মারি-ক্লোদ মনলুই বলেন, “আমরা শুধু বিনোদন নয়, আমাদের ইতিহাস, পরিবেশ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। আমাজনের অস্তিত্ব এখন হুমকির মুখে, আমাদের সাংস্কৃতিক পরিচয়ও সেই বিপদের অংশ। একে রক্ষা করাই ভবিষ্যৎ রক্ষা করার সমতুল।”

উৎসবের আগের দিন, ৫ জুলাই Grand Palais–এ অনুষ্ঠিত হয় “Grand Bal BrasilBrésil” শিরোনামের এক নৃত্য-উৎসব, যেখানে ব্রাজিলের সাম্বা, ক্যাপোইরা ও মারাকাতুর তালে মাতেন শত শত মানুষ। সাথে ছিল ক্যারিবীয় ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পের বাজার।

ফ্রান্স সরকারের সাংস্কৃতিক বিভাগের সহায়তা এবং অভিবাসী সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আয়োজিত এ কার্নিভাল কেবল একটি উৎসব নয়, বরং এটি ফরাসি সমাজে অভিবাসীদের সংস্কৃতিগত অবদান ও পরিচয়ের এক উজ্জ্বল প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: