নিজস্ব প্রতিবেদক:
স্পেনের বার্সেলোনায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে সংযোজনযোগ্য) শহরের খ্যাতনামা সালা অ্যাকোয়ারলিয়া ব্যাঙ্কুয়েটিং হলে এই সম্মেলন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়ছল চৌধুরী এমবি এমএসপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অব পিস, ফ্রিমেন অব দ্য সিটি অব লন্ডন), ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি, বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এম. এ. মুনিম অবিই, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ চেয়ারম্যান ইয়ার খান, ক্রয়ডনের প্রাক্তন মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ মারুফ চৌধুরী এবং বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলামসহ প্রবাসী অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মেলনে কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি, কাউন্সিলর সেরওয়ান চৌধুরী এবং মাহমুদ হাসান এমবিই।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি ফয়ছল চৌধুরী এমপি ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় এক পুরস্কারপ্রাপ্ত বলেন, “আমি এই পুরস্কারটি আমার সম্প্রদায় ও পরিবারকে উৎসর্গ করছি, যারা আমার সমাজসেবামূলক কাজে পাশে থেকেছেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামিম, কাউন্সিলর রিতা বেগম, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও আবুল হোসেন, বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিটু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ফয়জুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের স্পেন শাখার প্রেসিডেন্ট আমিন আলি রফিক, সেক্রেটারি আবদুর রহমান সাব্বির, ফ্রান্স শাখার প্রেসিডেন্ট ফয়সল উদ্দিন, মিজানুর রহমান মিজানসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব।
ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার বার্তা:
সম্মেলন শেষে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, এটি ছিল প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা—যেখানে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের অঙ্গীকার পুনঃনিশ্চিত করা হয়েছে। তারা বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য।
গভীর দেশপ্রেম ও প্রবাসী চেতনার আলোয় স্নাত এই আন্তর্জাতিক সম্মেলনটি শেষ হয় ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রত্যয়ে।






