নীলিমার নীল
আবুল কালাম তালুকদার
তোমার চোখে চোখ রেখে
সূর্যাস্তের সন্দেহে আসে না রাত
অবিশ্বাসে সুত্রে ভেঙে পড়ে না সম্পর্কের সাঁকো
বিশ্বাসের পরতে মিশে আছে মিলনের সৌরভ।
চোখের নীরবতায় লেগে আছে বৃষ্টির গন্ধ
রোদের আড়াল হতে
প্রকাশ্যে বেরিয়ে আসে পূর্ণতার স্বপ্ন প্রতিশ্রুতির মুগ্ধতায় বুনে দেয় বিশ্বাসের সম্ভার।
ভালোলাগা ঝরনার জলে ধুয়ে যায় মনের অরুচি
সতেজ ব্রণে জন্ম নেয় ভালো লাগার ফসল
তোমার শুশ্রুষায় মন
প্রেম পাহাড়ে দাড়িয়ে
ছুঁয়ে যায় নীলিমার নীল দিগন্ত।
kalam.talukdar74@gmail.com




