করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৫০৩ জন। একই সঙ্গে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে নতুন ৪ জনসহ এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ১১২ জন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।