নিজস্ব প্রতিবেদক:
প্যারিসের অদূরে মেট্রো লা কর্নভে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে ফ্যাশন হাউসের উদ্ভোধন করা হয়।
রবিবার দুপুরে বৈশাখী ফ্যাশনের কর্নধার কমর উদ্দিনের সভাপতিত্বে ও ফখরুল ইসলাম এবং খছরুলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব মাহমুদুর রহমান সুহাগ,মিঠুন বাবু ,বুলবুল আহমদ,আব্দুল হামিদ,আব্দুল কুদ্দুস,আবুল কাশেম,রিজু কাঈয়ুম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ফ্রান্সে দিনদিন বাংলাদেশী কমিউনিটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে। বৈশাখী ফ্যাশন হাউজ তারই একটা অংশ। তারা বলেন- ব্যবসার সাথে কমিউনিটির অংশগ্রহণ অব্যাহত রাখতে ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।