শাহ সুহেল আহমদ:
ইউরোপের বাজারে দক্ষ শ্রমশক্তির ব্যাপক চাহিদা। বাংলাদেশকে সে বাজার ধরতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এ বাজারে বাংলাদেশের অংশগ্রহণ প্রসারিত করতে সরকারসহ সংশ্লিষ্টদের এখনই উদ্যোগী হতে হবে।
অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার (১৩ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসের আয়েবা সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন- বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করতে হবে।
আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন এবং পোল্যান্ড থেকে উপস্থিত ছিলেন শরীফ আহমেদসহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আরও বলেন- ইউরোপের শ্রমবাজার সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। এ ক্ষেত্রে আমাদের নিজস্ব গবেষণার বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ বলেন- ইউরোপের শ্রমবাজার আরও বড় হবে। তারা অবশ্যই দক্ষ জনশক্তি খুঁজবে। সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে।