শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্যারিসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার বিয়ানীবাজার ফ্রান্সের উদ্যোগে প্যারিসের মেট্রোহোসে একটি অভিজাত রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শিব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সহসভাপতি সিরাজুর রহমান।
অনুষ্ঠানে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন- ফ্রান্স বিএনপির সহসভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, মাহবুব আলম রাঙ্গা, শাহ জামাল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষক কাইয়ুম সরকার, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সিলেট গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুল ইসলাম, সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা শামসুল আলম তুহিন, সাবেক দোয়ারাবাজার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুর্শেদ আলম, ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজম, সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা কুভেদ আহমদ, ফ্রান্স সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ এমরান, ফ্রান্স সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার জুনেদ, যুগ্ম আহ্বায়ক সোয়েব আহমদ, সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা আলী আকবর জুয়েল, যুবদল নেতা জিসাদ রহমান, রুবেল আহমদ জয়, প্যারিস মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, যুগ্ন আহবায়ক আব্দুল হক আক্তার, ফ্রান্স-বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান সাহা, ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা আব্দুল কুদ্দুস ও উপদেষ্টা আব্দুল কাদির প্রমুখ।
ইফতারপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহেদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শামুন আকবর খান, ফারুক আহমদ, জাকির আহমেদ, শাহজান আহমেদ, সাকিল আহমেদ ও নাহিদ।
সভায় ফ্রান্সের বসবাসরত বিয়ানীবাজারের সাবেক ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুস সবুর, শাহেদ আহমেদ, হারুন আহমেদ, আব্দুস সামাদ, নাহিদ আহমদ, আব্দুল কাদির, জাহাঙ্গীর আহমেদ, অলি আহমদ, শাহজাহান আহমেদ, রুবেল আহমেদ জয়, আফজাল হোসেন, আশরাফ উদ্দিন ছোটন, আবু আহমেদ, খছরু আহমেদ, ফাহিম মুনাইম রুহেল, আমিনুর রহমান ইমন, এমরান আহমদ, ফারদিন রেজা, জুনেদ আহমদ, ছিদ্দিক আহমদ, ফরিদ আহমদ, আতিকুল হক আক্তার, টিংকু দাস, মিজান আহমদ, এস.কে মামুন, মির্জা খালেদ, এস.ডি ময়নুল, লাহির খান, শফিউল হক সজল শাহ খলিলুর রহমান, আলিমুল হক আলিম, আহমেদ জামিল ও ফাহিম চৌধুরী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন যুবদল নেতা ও বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব নাজিম আহমেদ।