শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ায় করোনা-মহামারি শেষ হতে অনেক দেরি: ডব্লিউএইচও




এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনাভাইরাস মহামারী পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, এই মুহূর্তে ভাইরাসটির বিস্তার ঠেকাতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তাতে  দেশগুলো গণসংক্রমণ এড়াতে প্রস্তুত হওয়ার সময় পাচ্ছে।

মঙ্গলবার ডব্লিউএইচওর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই এক সংবাদ সম্মেলনে এ কথঅ বলেন। তিনি বলেন, নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরও মহামারী যতদিন চলবে ততদিন এ অঞ্চলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কাটবে না।

কাসাই বলেন, ‘আমি স্পষ্ট করেই বলি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই মহামারি শেষ হতে এখনও অনেক দেরি। এটি লম্বা যুদ্ধের মতো হতে যাচ্ছে। বড় ধরনের গণসংক্রমণ ঠেকাতে সব দেশকে প্রস্তুত হতে হবে।’

কাসাই হুঁশিয়ার করেন, যেসব দেশে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, তারা অসতর্ক হলে আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতে পারে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: