শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গণহত্যা ও নিপীড়নের বিচারের দাবিতে প্যারিসে প্রতিবাদী কবিতা পাঠ




নিজস্ব প্রতিবেদক:

প্যারিসে ‘গণহত্যা ও নিপীড়ন বিরোধী প্রতিবাদী কবিতা পাঠ’ অনুষ্ঠানে বক্তারা বলেছেন- শেখ হাসিনা পদত্যাগ পরবর্তী ভাংচুর আক্রমণ অগ্নিসংযোগসহ সব ধরনের অরাজক পরিস্থিতি কঠোর হস্তে দমন করতে হবে ।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচারের দাবিতে ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের পখত দে লা পার্কে সাহিত্যের ছোটোকাগজ স্রোত’র আয়োজনে অনুষ্ঠিত হয় ‘গণহত্যা ও নিপীড়ন বিরোধী প্রতিবাদী কবিতা পাঠ’।

কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনার প্রতিবাদী কবিতা, স্বরচিত কবিতা, ছড়া পাঠ এবং আলোচনায় অংশ নেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, লেখক মুহাম্মদ গোলাম মুর্শেদ, কবি বদরুজ্জমান জামান, কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, সাংবাদিক শাহ সুহেল আহমদ, নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল, মেরি হাওলাদার, সাংবাদিক বাদল পাল, কবি সাইকা মাহমুদ, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, সংগঠক রাকিবুল ইসলাম, চিন্তক খালেদুর রহমান সাগর, আব্দুল কাদির, চয়ন জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা এবং কুমকুম সাইদা ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কবিতা, কথা ও গানের মাধ্যমে গণহত্যা ও নিপীড়নের চিত্র তুলে ধরেন এবং সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচারের দাবি জানানো হয়।
ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আসন্ন সরকারের কাছে সংগঠিত গণহত্যা ও নিপীড়নের বিচারের জোর দাবী জানানো হয়। শেখ হাসিনা পদত্যাগ পরবর্তী ভাংচুর আক্রমণ অগ্নিসংযোগসহ সব ধরনের অরাজক পরিস্থিতি কঠোর হস্তে দমনের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবী জানানো হয়। পাশাপাশি সংখ্যালগু মানুষের বাসা বাড়ি উপাসনালয়ে যাতে হামলা না হয় তার নিশ্চয়তা প্রদানেরও আহবান জানান।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: