নিজস্ব প্রতিবেদক, প্যারিস
ফ্রান্সে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের সংগঠন ‘বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন ২০২৫) প্যারিসের একটি খোলামেলা পার্কে আনন্দঘন পরিবেশে এ পুনর্মিলনী আয়োজন সম্পন্ন হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল খেলাধুলা, আড্ডা, পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং পুরস্কার বিতরণী।
২০১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল্লাহ আল হাসান এবং পরিচালনা করেন আকমল হোসেন ছাদেক। অনুষ্ঠানে বক্তারা প্রবাসজীবনের অভিজ্ঞতা, ঈদ উপলক্ষে পারস্পরিক শুভেচ্ছা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শমূলক আলোচনা করেন।
বক্তব্য রাখেন- সাইদুর রহমান সাজু, অনুক্ত কামরুল, হারুনূর রশীদ, জাকারিয়া আহমদ, আবুল আজাদ, আব্দুল হাফিজ, তাইসির মাহবুব রাজন, আশরাফুল ইসলাম, আব্দুল খালিক, সাদেক আহমদ, আব্দুল খালিক মুক্তা, সাপলু আহমদ, ময়না মিয়া, মুহিবুর রহমান পলাশ, আতিকুর রহমান, আবু তাহের রাজু, নাসির উদ্দীন, আজহারুল ইসলাম, শাব্বির আহমদ, মুরশেদ মঞ্জু, জাকির হোসেন, আমিনুর রহমান, জাকারিয়া হোসেন রুবেল, অলিউর রহমান ও নাজিম উদ্দীন।
উপস্থিত সবাই অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন এবং ভবিষ্যতেও একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।