শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আজ দুপুরে শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ নাসিম হাসপাতলে ভর্তি হন। পরে সিটিস্ক্যানে শ্যাডো ধরা পড়ে। সন্ধ্যার দিকে পর পর করোনা পরীক্ষার ফলে দেখা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। পরে আগে তাকে আইসিইউতে নেওয়া হয়।’
নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ মে থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত রোববার তিনি বাসায় ফিরেছেন।