নিজস্ব প্রতিবেদকঃ
এ সময়ের অন্যতম পরিচিত কবি ও সম্পাদক খালেদ উদ-দীন এর ৪২তম জন্মদিন আজ। সমকালীন বাংলা কবিতায় তাঁর রয়েছে এক স্বাতন্ত্র্য ভাবধারা। জীবন জিজ্ঞাসার নানা অনুসঙ্গ এবং ভাববাদ তাঁর কবিতার সহজাত বিষয়। একটা প্রশ্ন রেখে সমাপ্ত হয় তাঁর বেশির ভাগ ছোটো ছোটো কবিতা।
ছোটোকাগজ ‘বুনন’ সম্পাদনা খালেদ উদ-দীনের অন্যতম সেরা কাজ। ইতোমধ্যে বাংলাভাষাভাষী পাঠকের কাছে নন্দনতত্ত্বের ব্যতিক্রমী কাজ হিসেবে ‘বুনন’ সমাদৃত হয়েছে।
কবি ১৯৭৮ সালের ১০ মে সিলেট জেলার বিশ্বনাথের সরুয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি সিলেটের রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক।
এ পর্যন্ত তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইগুলো হলো, রঙিন মোড়কে সাদা কালো (কাব্য, ২০০৮), ভাঙা ঘর নীরব সমুদ্র (কাব্য, ২০০৯), জলপাতালে মিঠে রোদ (কাব্য, ২০১৫), নৈঃশব্দের জলজোছনা (কাব্য, ২০১৭), হাওয়াবাড়ির জানালাগুলি (কাব্য, ২০১৯), সুপারম্যান (শিশুতোষ গল্প, ২০১৬), কথা বলা পাখি (শিশুতোষ গল্প, ২০১৭), পাখিবন্ধু (শিশুতোষ গল্প, ২০১৮), শেফালিখালার গল্প (শিশুতোষ গল্প, ২০১৮), দেওয়ান ফরিদ গাজী (জীবনচরিত, ২০১৯), পাপড়ি রহমানের ‘নির্বাচিত গল্প’ (সম্পাদনা, ২০১৭)।
তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় আলোচিত সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’। এছাড়া সিলেটের জনপ্রিয় দৈনিক শুভপ্রতিদিন পত্রিকার সাহিত্য সম্পাদকও তিনি। খালেদ উদ-দীনের জন্মদিনে আমাদের অনেক অনেক শুভ কামনা