রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

শালীর বিয়েতে দলবল নিয়ে করোনা পজিটিভ দুলাভাই: কোয়ারেন্টিনে ১০৫




শালির বিয়েতে দারুণ ব্যস্ত থাকারই কথা দুলাভাইয়ের। কিন্তু করোনা আবহে সম্পর্কও যে বড় কাল হয়ে দাঁড়াচ্ছে। করোনা পজিটিভ দুলাভাইয়ের জন্যে তাই শালির বিয়ে বন্ধ হবার উপক্রম। বিয়ে বাড়িতে বর-কনে-সহ মোট ১০৫ জন সদস্যকেই পাঠানো হল কোয়ারান্টিনে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছিদোয়ারাত এলাকায়।

ওই বিয়েবাড়ির আমন্ত্রিতদের সূত্রে জানা যায়, কনের দুলাভাইয়ের করোনার কোনও উপসর্গ ছিল না। কিন্তু তার টেস্ট করা হয়েছিল। বিয়ে বাড়িতেই তার করোনা টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দেখা যায়, দুলাভাইয়ের রিপোর্ট পজিটিভ। এই পরিস্থিতিতে বিয়ে বাড়িতেই এসে পৌঁছে যান স্থানীয় মেডিক্যাল টিম। পরিস্থিতি দেখে ওই বিয়ে বাড়ির আত্মীয়স্বজন ও আমন্ত্রিত ১০৫ জনকেই কোয়ারান্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারত জুড়ে এখনও যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেখানে ১০০ জনের বেশি মানুষকে নিয়ে বিয়েবাড়ির আয়োজন করায় এমনিতেও আইন বিরোধী। এই পরিস্থিতিতে লোকজন-সহ বিয়েবাড়ি আয়োজনের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: