স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেট ক্লাব, প্যারিস কর্তিক আয়োজিত “মানিক, মুহিত স্মৃতি ক্রিকেট টুর্নামেনেট ২০২০” এ ২য় কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ড সার্কেল ডি’অভারভিলার্স এর বিপক্ষে মাঠে নামে Friends Club Aubervillers। সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন Friend Circle এর অধিনায়ক। প্রথমেই ব্যাট করতে নেমেই মারমুখী ভঙ্গীতে ব্যাটিং শুরু করেন ওপেনার দিলু, কিন্তু বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেন নি। ২য় ওভারের শেষ বলে দলীয় ২২ রান এবং ব্যক্তিগত ৮ বলে ১৪ রান করে আউট হন এই ব্যাটসম্যান। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন টুর্নামেনেটে দলের সেরা খেলোয়াড় ফয়ছল আহমদ। কিবরিয়াকে নিয়ে ভালোই খেলতে তাকেন ফয়ছল কিন্তু ৪র্থ ওভারে দলীয় ৪৮ রান এবং ব্যক্তিগত ১২ রানে জাকির এর বলে হিট আউট হন কিবরিয়া। পরবর্তী ব্যাটসম্যান জুবায়ের এবং ফয়ছল মিলে দলকে ৮ বলে ৩১ রানের জুটি এনে দেন এই দুই ব্যাটসম্যান, ৬ষ্ট ওভারে হাকিম এর প্রথম ৩ বলে ৩ টি ছয় মারেন জুবায়ের একই ওভারের ৫ম বলে বোল্ড হন তিনি, ৫ বলে ২২ রান করে আউট হন তিনি। কিন্তু ফয়ছল এর দায়িত্বশীল ব্যাটিং দলের উপর কোন চাপ পরে নি। পরে আসিফ এর ২ রান , অলিউর এর ১ বলে ৬ রান এবং ফয়ছল আহমদ এর ২২ বলে ৪৮ রানে দলীয় সংগ্রহ দাড়ায় ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২১। Friend Circle এর হয়ে জাকির সর্বোচ্ছ ২ উইকেট, এবং রাহি, শাকিল ও হাকিম ১ টি উইকেট নিয়েছেন।
।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে খুব বেশি সুবিধা করতে পারে নি Friend Circle । প্রথম পাওয়ার প্লেয় এর ৩ ওভারে মাত্র ১৫ রান সংগ্রহ করতে ৩ টি উইকেট হারিয়ে বসে দলটি। কিন্তু শাকিল ও জয় এর ব্যাটে ভর করে বেশ ভালোই জবাব দিচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু ৭ম ওভারে অধিনায়ক আসিফ এর নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচকে আবারও FC Aubervillers এর পক্ষে নিয়ে আসেন । ৮ম ওভারে ফয়ছল এর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়। এবং ম্যাচের শেষ ওভারে দিলু এর কাছে পরাস্ত হয়ে ক্রিজ ছাড়েন দুর্দান্ত ব্যাট করতে তাকা শাকিল। তিনি দলীয় সর্বোচ্ছ ২৯ বলে ৫৫ রান করেন , কিন্তু তা তার দলের জয়ের জন্য যথেষ্ট হয়ে উটে নি। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০১ রান করে দলটি। এতে ২০ রানের জয়ে সেমিফাইনালে নিশ্চিত করে FC Aubervillers । শাকিল এর ৫৫ সাথে দলের হয়ে ১৭ রান করেন জয়। FC Aubervillers এর হয়ে দিলু ২ টি, ফয়ছল ২ টি এবং মেহরাজ ও অলি ১টি উইকেট নেন।
৪৮ রান এবং ২ টি উইকেট নিয়ে আজও MAN OF THE MATCH নির্বাচিত হয়েছেন ফয়ছল আহমদ।