নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সে এক বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা করেছে কালো আফ্রিকানরা। রাজধানী প্যারিস থেকে অল্প দূরে Cergy (সেরজি) এলাকায় শনিবার রাতে এ দুঃসহ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম জালাল (৩০)। তিনি সিলেট নগরির আখালিয়া ধামালি পাড়া সোনালি আবাসিক এলাকার মৃত আম্তর আলীর ছেলে।
হত্যাকাণ্ডে ২ জন আফ্রিকান অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, জালাল ফ্রান্সের সেরজি এলাকাতে সরকারি একটি বাসায় আর এক বাংলাদেশী সহ দুজন আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করতেন।
শনিবার রাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে । পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে জালালের মৃতদেহ ।
তার এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, জালাল কিছুদিন আগে ৭০০ ইউরো দামের একটি মোবাইল ফোন কিনেছিলেন । ধারণা করা হচ্ছে এই মোবাইল ফোনের কারণে হত্যাকাণ্ড হতে পারে।
লাশটি পুলিশ হেফাজতে রয়েছে এবং রুমের বাকি তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।