লোকমান আহম্মদ আপন এর ছড়া
মাস্ক
খবির মিয়া লাস্ট উইকে
করেছিলো আস্ক
জীবনযাত্রার অংশ কী ভাই
হয়ে গেলো মাস্ক?
উত্তরে কই- এই কথা আর
বলতে আছে ভাই
জীবনযাত্রায় মাস্ক ছাড়া আর
চলার উপায় নাই।
জামা জুতা চশমা ছড়ির
মতোই এখন সেটাও
বাঁচতে হলে এর প্রয়োজন
এখন আগেই মেটাও।
তা না হলে মৃত্যু ঝুঁকি
থেকেই যাবে তাই
মাস্ক থেকে ভাই কোনভাবে
বাঁচার উপায় নাই।
প্যারিস, ফ্রান্স