বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

ইলিয়াস শাহ’র কবিতা ‘স্বপ্ন মহান নেতার’




স্বপ্ন মহান নেতার
ইলিয়াস শাহ
.
জাতি ভুগছে ভয়ঙ্কর পরাধীনতায়,
মুক্তির পথিক জন্ম নিল টুঙ্গিপাড়ায়।
ছোট্ট গাঁয়ে আগমন তার সোনার দেশে
যেন এই আদিত্য উঠল বীরের বেশে।

দারাজ দিল ধাবমান লালিত্য জিগর
বৃদ্ধ দেখে করল খয়রাত গায়ের চাদর।
দেখল স্বপ্ন মাতৃভূমি স্বাধীন করার
মুক্তির স্পৃহা শিখরে নিদ্রা নেই আর।

আত্মবিশ্বাসে শুরু সংগ্রামী জীবন
নেই শত্রু সাথে সাম্য হয় কারা বরণ।
বলল চাই মুক্তি, দেব শেষ রক্ত বিন্দু
লোকে করল বন্ধন বলে বঙ্গবন্ধু।

হলেন সবার বেলায় মহান নেতা
ওরা বলে বন্ধু স্বপ্ন যায়না বৃথা।
লক্ষ লোকের আগমন মহা সমাবেশ
উন্মুক্ত নভে উচ্চারণ জয় বাংলাদেশ।

দিল জাতির মুক্তির জন্য স্বাধীনতার ডাক
যার যা আছে রণক্ষেত্রে বেরিয়ে যাক।
হল এবার দিঘল রণ হারল দুরাচার
জাতি তাই পেল আদিত্য স্বাধীনতার।
তার ত্যাগে হাসে সব পেয়ে সোনালী পথ
সবাই ভাবে বলবে বন্ধু আপন মত।
বলে হয়েছি রক্তে রঙিন হলাম স্বাধীন
থাকব এভাবে ভাই ভাই আমারা চিরদিন।
.
লেখক:
বাংলাদেশ পুলিশে কর্মরত।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: