ভয়ার্ত
করোনাটা এমন ভাবে
নিয়েছে হায় পিছু
চুতুর্দিকে মৃত্যু মিছিল
ভাল্লাগেনা কিছু।
ভাল্লাগেনা ফেইসবুকে আর
ভাল্লাগেনা নিউজ
খুললে এসব দেখতে যে পাই
মরার খবর হিউজ।
এতো এতো প্রিয়জনের
মরার খবর জেনে
কেমন যেনো ভয়ার্ত ভাব
চলে আসে ব্রেনে।
কেউ জানেনা করোনাটার
মানুষ মারার কী দায়?
কেউ জানেনা এই করোনা
কখন নেবে বিদায়!!
প্যারিস, ফ্রান্স।