রবিবার, ৪ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

নিবেদিত কবিতা




নিবেদিত কবিতা
(স্নেহাস্পদ ছোট ভাই মাহবুবকে নিবদীত)
আবুল কালাম তালুকদার

তুই চলে গেলি
অনেকটা না বলার মতোই
নিঃশব্দে, অন্ধকার অদৃশ্যে
আজো প্রতিনিয়ত তোর দরকার
অনুভূত হয়,আমাদের সমাজ সংসারে

খুব ভিতরে কষ্ট গুলো সময়ে অসময়ে তোর শোকে ক্রোধে ক্ষোভে ফেনা তুলে
ভালোলাগার সব শব্দরা তখন থমকে দাঁড়ায় তোর বিয়োগ বেদনাময়।
১২/০৭/২০২১

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: