অন্ধকারে হারিয়ে যাক করোনা
আবুল কালাম তালুকদার
লকডাউন শহরে উপেক্ষিত জনগন
অফিস পাড়া সহ সবখানে
কর্মকর্তা -কর্মচারির বিশাল জটলা।
পেটের দায়ে রাস্তায় মানুষ
বেমালুম ভুলে যায় করোনায় ভয়
“আমরা না বাঁচলে কিসের
করোনা
করোনা কি গরিবের হয়”।
বিধাতা তুমি তো পারো,তোমার দয়ায়
করোনাকে আমাদের ভোরের বারান্দায় না এনে
রাতের অন্ধকারে চিরতরে হারিয়ে দিতে।
০৫/০৫/২০২১