শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কামরানের মৃত্যুতে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির শোক




বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি হাজী ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা বলেন, বদর উদ্দিন আহমদ কামরানকে হারিয়ে সিলেটবাসী একজন প্রকৃত মানবপ্রেমি সমাজসেবী ও জনদরদী, ক্ষণজন্মা রাজনীতিবিদকে হারালো এ শুন্যতা সহজে পুরন হবার নয়। তারা বলেন সিলেটবাসী তাদের কাছের স্বজন ও গ্রহনযোগ্য এক জনপ্রতিনিধি কামরানকে হারালো। এমন ভালো একজন মানুষের চিরবিদায় নিঃসন্দেহে দুঃখজনক।
কামরান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কাছে দলমত নির্বিশেষে সবার দুয়ার ছিলো খোলা। যা তাকে সর্বমহলে জনপ্রিয় করে তুলে। বদর উদ্দিন আহমদ কামরানের ভালো কাজগুলোকে গ্রহন করে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এই দোয়া করছি আমরা।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: