রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ড. সাহেদা আখতার-কে নিবেদিত কবি মামুন সুলতান এর কবিতা




অধ্যাপক ড. সাহেদা আখতার (বামে), কবি মামুন সুলতান (ডানে)

বুকের বসন্তে তুমি
(অধ্যাপক ড. সাহেদা আখতার আমার পরম শিক্ষাগুরু)
মামুন সুলতান

রূহের রোধিরে বোধ গদ্যময় সরল জীবনে
পদ্যজ্যোতির পিদিম জ্বালিয়ে দিয়েছো মননধারায়
চিরল জীবনে গেঁথে দিয়েছো বিনয়ফুলের সূত্র
সুজেয় স্বপন নিয়ে গড়তে চলেছি হৃদয়জালের ঘর

তুমি বলেছিলে হায় অন্তরতম বেদনার গান
বাকবিদ্যার বিন্যাসে কথার বিনুনি কত যে মধুর
মিষ্টি বকুল বকুনি মনে পড়ে আজ
সোহাগ ঝরা কথায় মগ্নতায় হয়েছি মুগ্ধবিভোর

বুকের বসন্তে তুমি ফিরে আসো বারংবার
আমার ফাগুনে তুমি ফোটে থাকো লালকৃষ্ণচূড়া
বোধের দরিয়া তুমি ভাষাচঞ্চল দোয়েলবাংলা
কোকিলের সুর হয়ে বাজাও তুমি কাব্যবাঁশি।

তোমাকে চিনেছি আজ তাই গেঁথেছি বুক-পাঁজরে
তুমি নদীর মতোন বয়ে যাও আমার হৃদয়তলে
বেদনা মুখর দিন হারিয়ে গেছে সেই কবে
সুখের সাইরেন শুনি এই হৃদয়ে ওই হৃদয়ে।

What do you want to do ?

New mail

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: