আসুন আমরা প্রতিবাদী হই
বদরুজ্জামান জামান
.
আসুন ঐক্যের প্রাচীর গড়ি আমাদের স্বার্থে
আমাদের অধিকারের প্রশ্নে
আমাদের অস্তিত্বের প্রশ্নে
এই দেশের শান্তি নিরাপত্তার প্রশ্নে
মুক্তি-সমতা-ভ্রাতৃত্বের প্রশ্নে।
আসুন ধর্ম, বর্ণ আর গোত্রীয় বিভেদ ভুলে
আঞ্চলিক কিংবা দেশজ নগ্ন রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠি
স্বজাত্যপ্রীতি আর মানবিক মর্যাদায় মিলিত হই ঐক্যের মোহনায়।
মানবিক মূল্যবোধের এই দেশে
যারা হত্যা করে মানুষ, মানবিকতা,
সভ্যতার গায়ে লোপণ করে রক্তের দাগ
তারা মানুষ নয়; তারা হিংস্র
আসুন আমরা হিংস্রের বিরুদ্ধে প্রতিবাদী হই।
একটি মানুষ হত্যা মানে একটি জাতি হত্যার শামিল
একটি দেশের কলঙ্ক
আর অঙ্কিত কলঙ্কছাপ বহন করে মৃত্তিকা জল বাতাস
আসুন আমরা মৃত্তিকা জল বাতাস কলঙ্কমুক্ত করতে প্রতিবাদী হই,
আর আমরা দর্পিত হই স্বচোখে বিবেক আর বোধের দুয়ার খোলে ।