শাহ সুহেল আহমদ, প্যারিস থেকে:
ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক ২০২৫ (VivaTech 2025) শুরু হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। চারদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ সংস্কৃতি ও প্রযুক্তি নেতৃত্বের গতিপথ চিহ্নিত করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য “Applied AI” — অর্থাৎ বাস্তবে প্রয়োগযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, উদ্ভাবক ও রাজনৈতিক নেতৃত্ব—সবাই মিলে নতুন শতাব্দীর প্রযুক্তি রূপ নিয়ে গভীর আলোচনা করেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তা ছিলেন নিভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। তিনি ঘোষণা দেন, জার্মানিতে NVIDIA তাদের প্রথম AI ক্লাউড অবকাঠামো নির্মাণ করছে এবং আগামী দুই বছরে ইউরোপজুড়ে AI কম্পিউটিং সক্ষমতা দশগুণ বাড়াবে। তিনি বলেন, “AI এখন শুধু ভবিষ্যৎ নয়—এটি আমাদের জীবনের বর্তমান বাস্তবতা।”
বিকেলে সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল “A conversation with the President of the French Republic” শীর্ষক গোলটেবিল আলোচনা। আলোচনায় অংশ নেন- ফরাসি প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাকরোঁ। এছাড়াও জেনসেন হুয়াং, আর্থার মঁশ (Mistral AI), এলেনা পোয়ানসেত (Tehtris), র্যাচেল দ্যলাকুর (Sweep) সহ প্রযুক্তিবিদরা অংশ নেন।
এই সংলাপে ইউরোপের প্রযুক্তি স্বায়ত্তশাসন, নৈতিক এআই উন্নয়ন, এবং স্টার্টআপ–সরকার সহযোগিতা বিষয়ে বিশদ আলোচনা হয়। ম্যাকরোঁ বলেন, “এআই শুধু বাজার নয়, এটি নীতিমালার বিষয়ও। ইউরোপ এখানে পথ দেখাতে পারে।”
বাংলাদেশের প্যাভিলিয়ন, দক্ষিণ এশিয়ার উদ্ভাবনী মুখ:
এবারের ভিভাটেক সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশি প্যাভিলিয়ন। প্যাভিলিয়নে বাংলাদেশের এনার্জি, বিডিটাস্ক, Codemoly, oyolloo, ticon-সহ মোট ১৪টি স্টার্টআপ তাদের উদ্ভাবনী সেবা ও পণ্য উপস্থাপন করছে।
বাংলাদেশি প্রতিনিধি দলের মতে, “বিশ্বমঞ্চে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা উপস্থাপনের জন্য VivaTech একটি ঐতিহাসিক সুযোগ।” আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানা গেছে।
সম্মেলনের AI Avenue অংশে প্রায় ১০০–এর বেশি স্টার্টআপ তাদের বাস্তবভিত্তিক AI প্রয়োগ তুলে ধরে। এদের মধ্যে পরিবেশ, শক্তি, চিকিৎসা ও নগর ব্যবস্থাপনা খাতে এআই–নির্ভর প্রযুক্তির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়।
আয়োজকরা জানিয়েছেন, এবারের ভিভাটেকে প্রায় ৯৫,০০০ অংশগ্রহণকারী এবং ২,৫০০ স্টার্টআপ অংশ নিচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সম্মেলনে পরিণত করেছে।
প্রথম দিনের সফল সূচনা প্রমাণ করেছে—ভিভাটেক এখন শুধু প্রযুক্তি প্রদর্শনের জায়গা নয়, বরং ভবিষ্যতের নেতৃত্ব গঠনের প্ল্যাটফর্ম।
অংশগ্রহণকারীদের দৃষ্টিতে, এই সম্মেলন এআই-নির্ভর ভবিষ্যৎ, উদ্যোক্তা চেতনা এবং প্রযুক্তির মানবিক ব্যবহারের একটি নতুন রূপরেখা নির্ধারণ করছে।
সম্মেলন চলবে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত।