হাসান তামিম, ভিয়েনা অস্ট্রিয়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বংগবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রবিবার সকালে বাংলাদেশে দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান রাহাত বিন জামান, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার জাফর ইকবাল বাবলু,জায়েদ বিন শহীদ সহ ভিয়েনাস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টে মোট ছয়টি অংশগ্রহন করে।
উল্লেখ্য জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশশতবার্ষিকী উপলক্ষে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। তারই ফলশ্রুতিতে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সার্বিক সহযোগিতায় বংগবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আগামী রবিবার উক্ত টুর্নামেন্টের সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।